যশোরে ৪ অক্টোবর থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে

যশোরে ৪ অক্টোবর থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা।

যশোরে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা হয়েছে। 

বৃহস্পিতিবার (০১ অক্টবর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জস ডাঃ শেখ আবু শাহিন। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র তথ্য অফিসার এস এম কবির । 

সভায় জানানো হয়, এ বছর করোনা ভাইরাস সংক্রমনের কারণে শিশুর অভিভাবকদের থেকে অন্তত তিন ফুট দুরত্ব ও শিশুদের ক্ষেত্রে যতটুকু সম্ভব দুরত্ব বজায় রেখে ইপিআই কেন্দ্র সমূহে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার ২ লাখ ৮৩ হাজার ৭০২জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।