প্লে স্টোর থেকে ১৭ টি অ্যাপ ব্যান করল গুগল
এখনও পর্যন্ত একাধিক অ্যাপ বাতিল করেছে গুগল।
গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে গুগল। এর আগে সেই একই কারণে গুগলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। আর এবারে জানানো হয়েছে প্লে স্টোর থেকে প্রায় ১৭ টি অ্যাপ বাতিল করল গুগল। জানানো হয়েছে ওই অ্যাপগুলো ব্যবহার করলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে গ্রাহকদের। আর সেই কারণেই গুগলের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
এখনও পর্যন্ত একাধিক অ্যাপ বাতিল করেছে গুগল। আর সেই সকল অ্যাপে রয়েছে ম্যালওয়্যার। আর সেই কারণেই গুগলের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জোকার ম্যালওয়ার নিয়মের বেড়াজাল টপকে জায়গা করে নেয় প্লে স্টোরে। আর ইউজারেরা এই অ্যাপগুলি ব্যবহার করা শুরু করলে তাদের ডিভাইস থেকে তথ্য সহজেই করে নিতে পারে তারা। শুধু তাই নয় এই অ্যাপগুলি ইউজারদের প্রয়োজনীয় তথ্য নিজেদের কাজে ব্যবহার করে থাকে।