২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৬৫
প্রতীকী ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গু রোগী মারা যাননি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৬ রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে)। দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ জন ঢাকা উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯, ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ৮৩, খুলনা বিভাগের হাসপাতালে ৪২, বরিশাল বিভাগের হাসপাতালে ৪৫, রাজশাহী বিভাগের হাসপাতালে ৭, ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ২২ এবং রংপুর বিভাগের হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
এ বছর বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ হাজার ২৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০২ জন মারা গেছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।