ধীরে ধীরে খেলে উন্নত হবে হজমশক্তি, পালাবে স্ট্রেস

ধীরে ধীরে খেলে উন্নত হবে হজমশক্তি, পালাবে স্ট্রেস

ছবি: সংগৃহীত

আজকাল সবার ব্যস্ততাই বেড়েছে। আরাম করে খাওয়ার মতো সময় কারো হাতে নেই। এ কারণেই অনেকেই গোগ্রাসে খাবার গিলে খান। আর দ্রুত খাবার খাওয়ার অভ্যাসেই শরীরের বারোটা বাজে। কম সময়ে খাবার খেলে তা ঠিকমতো হজম হতে চায় না। শরীর পুরোপুরি পুষ্টি পায় না। 

বিশেষজ্ঞরা তাই ধীরে সুস্থে খাবার খাওয়ার পরামর্শ দেন। তাদের মতে, প্রতিটি গ্রাস ভালোমতো চিবিয়ে খেলেই একাধিক সমস্যার সহজ সমাধান হয়। চলুন জেনে নিই বিস্তারিত- 

দ্রুত কমবে ওজন
আপনি কি দ্রুত গতিতে ওজন কমাতে চান? তাহলে ঝটপট খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে খাবার খান। এতে কিছুদিনের মধ্যে ওজন কমিয়ে ফেলতে পারবেন। ধীরে ধীরে খাবার খেলে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এমনকী এভাবে খেলে বেশি খাবারও খাওয়া যায় না। ফলে অল্প খেলেই পেট ভরে যায়। তাই ওজন কমাতে চাইলে এবং সুস্থ থাকতে চাইলে সময় নিয়ে খাওয়ার অভ্যাস করুন। 

হজম হবে উন্নত
দ্রুত খাবার খেলে তা হজম হতে অনেক বেশি সময় লেগে যায়। যার কারণে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। ধীরে সুস্থে চিবিয়ে খাবার খেলে মুখের ভেতরেই খাবার ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। সেসঙ্গে লালার গুণে শুরু হয়ে যায় হজমের প্রাথমিক প্রক্রিয়া। এরপর খাবার পেটে পৌঁছানো মাত্র তা দ্রুত হজম হয়। তাই পেটের হাল ফেরাতে চাইলে দ্রুত খাবার খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে খান। এতে হজম উন্নত হবে। 

দূর হবে স্ট্রেস
সময় নিয়ে খাবার খান। এসময় পুরো মন খাবার খাওয়ার দিকেই দিন। স্বাদগুলো ভালো করে বুঝতে চেষ্টা করুন। এতে মনকে একাগ্র করে তুলতে পারবেন। মন হবে শান্ত। এভাবে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা সহজেই দূরে পালাবে। এমনকি দূর হবে অবসাদ। তাই মনের অস্থিরতা কমাতে সময় নিয়ে চিবিয়ে খাবার খান। 

কমবে ফাস্টফুড খাওয়ার ঝোঁক 
হঠাৎ হঠাৎ খিদে পেলে বেড়ে যায় ফাস্টফুড খাওয়ার প্রবণতা। আর দ্রুত খেলেই হঠাৎ হঠাৎ খিদে পায়। ফাস্টফুডের থেকে দূরত্ব বাড়াতে চাইলে তাড়াতাড়ি খাবার খাবেন না। তার বদলে অল্প অল্প করে বারবারে খান। এই কাজটা করলে সারাদিন পেট ভর্তি থাকবে। এতে আজেবাজে খাওয়ার প্রবণতা আর থাকবে না।

খেয়ে মজা পাবেন
দ্রুত খেলে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না। তখন কেবল পেট ভরাতে খাবার খাওয়া হয়। এমনটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে ধীরে ধীরে খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই ধীরে খান। খাওয়ার পর স্বাদের তারিফ করুন। এতে বারবার খেতে মন চাইবে। খাবার খেয়ে মজা পাবেন। খাবারে উপস্থিত পুষ্টিও ঠিকঠাক গ্রহণ করতে পারবেন।