বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন করে সুদের হার কমানোর সম্ভাবনায় স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ২৬০৯ ডলার ছাড়িয়েছে। 

হংকং থেকে সিনহুয়া জানায়, ফেডারেল রিজার্ভ মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো ধারের সুদের হার কমানো এবং আরও কমবে বলে ইঙ্গিত দেওয়ার দুই দিন পর স্বর্ণের মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ২৬০৯ ডলার ছাড়িয়েছে। 

স্বর্ণের এত দাম এর আগে কখনো বিশ্ববাসী দেখেনি। এর আগে চলতি বছরের ২০ আগস্ট এক আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৫২৯ দশমিক ৯০ ডলারে উঠেছিল।

বিশ্ববাজারে এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও তখন স্বর্ণের দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও ধাতুটির দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।