২১ মাস পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্তের

২১ মাস পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্তের

ছবি:সংগৃহীত

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষ করে ভারতে ফেরার পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ঋষভ পন্ত। এরপর ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান টেস্টে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই। আর প্রত্যাবর্তনটাকে সেঞ্চুরি করেই রাঙালেন তিনি।

শনিবার সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পন্ত পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। মিরাজকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ বলে ১০৯ রান করেছেন তিনি। পন্তের আউটের সময় ভারতের রান ছিল ২৩৪/৪।

এর আগে, ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। একপর্যায়ে পন্ত ১০৯ রানে ফিরলেও অপ্রতিরোধ্য গতিতে খেলছেন গিল।

শুভমান গিলও দেখা পেয়েছেন সেঞ্চুরির। তিনি ১০৬ রানে মাঠে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ১১ রানে অপরাজিত কেএল রাহুল।