ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ

ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের গত আসর বসেছিল শ্রীলংকায়। সেখানে ভারত ‘এ’ দলকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ‘এ’ দল। টুর্নামেন্টটির এবারের আসর বসতে যাচ্ছে ওমানে। ১৮ অক্টোবর বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়ে ২০২৪ ইমার্জিং এশিয়া কাপের পর্দা উঠবে।

ইমার্জিং এশিয়া কাপ ২০২৪-এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরটি হবে টি-২০ ফরম্যাটে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ অক্টোবর, ২৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট আটটি দল। স্বাগতিক ওমান ছাড়া বাকি ৭টি দল হলো- শ্রীলংকা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’, হংকং, পাকিস্তান ‘এ’, ভারত ‘এ’ এবং সংযুক্ত আরব আমিরাত। 

গত আসরে ফাইনালে খেলেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেবার পাকিস্তানের কাছে ভারত হেরেছিল। তবে এবারও জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ৮ দলের মধ্যে এশিয়ার পাঁচটি ‘এ’ দল লড়াই করবে এই টুর্নামেন্টে।  

এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ওমানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। 

আটটি দল এবার দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের সাথে আছে শ্রীলংকা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। গ্রুপ ‘বি’ তে আছে ভারত ‘এ’ পাকিস্তান ‘এ’,  সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান।

টুর্নামেন্টের গ্রুপ পর্বেই বিগ ম্যাচ দেখতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ১৯ অক্টোবর ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল। গত বছরের হারের প্রতিশোধ নেয়ার এটিই বড় সুযোগ ভারতের সামনে।

পূর্ণাঙ্গ সূচি:
বাংলাদেশ ‘এ’-হংকং - ১৮ অক্টোবর
শ্রীলংকা ‘এ’-আফগানিস্তান ‘এ’ - ১৮ অক্টোবর

সংযুক্ত আরব আমিরাত-ওমান - ১৯ অক্টোবর     
ভারত ‘এ’-পাকিস্তান ‘এ’ - ১৯ অক্টোবর

শ্রীলংকা ‘এ’-হংকং - ২০ অক্টোবর
বাংলাদেশ ‘এ’-আফগানিস্তান ‘এ’ - ২০ অক্টোবর

পাকিস্তান ‘এ’-ওমান - ২১ অক্টোবর
ভারত ‘এ’-সংযুক্ত আরব আমিরাত - ২১ অক্টোবর

আফগানিস্তান ‘এ’-হংকং - ২২ অক্টোবর
শীলংকা ‘এ’-বাংলাদেশ ‘এ’ - ২২ অক্টোবর

পাকিস্তান ‘এ’-সংযুক্ত আরব আমিরাত - ২৩ অক্টোবর
ভারত ‘এ’-ওমান - ২৩ অক্টোবর 

সেমিফাইনাল - ২৫ অক্টোবর

ফাইনাল - ২৭ অক্টোবর