প্রথম বিভাগ দাবায় খেলাঘর চ্যাম্পিয়ন

প্রথম বিভাগ দাবায় খেলাঘর চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত

প্রথম বিভাগ দাবায় খেলাঘর দাবা সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। খেলাঘর দাবা সংঘ ১১ খেলায় ১৯ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। শনিবার শেষ রাউন্ডের খেলায় খেলাঘর দাবা সংঘ ২-২ গেম পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদের সাথে ড্র করে। চ্যাম্পিয়ন খেলাঘর দাবা সংঘের খেলোয়াড়রা হলেনঃ মোঃ ইফতেখার আলম, মাহিন্দ্রাকার ইন্দ্রজিৎ (ভারত), মোঃ আমিনুল ইসলাম, শ্রায়ন মজুমদার (ভারত) মোঃ আজমাইন পারভেজ সায়র, মোঃ সাইফুল ইসলাম (অধিনায়ক)।

১৫ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে দীপালী মেমোরিয়াল চেস ক্লাব রানার-আপ ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। রানার্স-আপ দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের খেলোয়াড়রা হলেনঃ সজীব দাস, মোহাম্মদ শাকিল, হৃষিন তালুকদার, কাজী সাইফ, মোহাম্মদ শাকের উল্লাহ (অধিনায়ক) ও শাহিনুর হক। তৃতীয় সাধারণ বীমা কর্পোরেশন দাবা দলের খেলোয়াড়রা হলেনঃ নীলয় দেবনাথ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ (অধিনায়ক), ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহ, মোঃ নাসির উদ্দিন ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।

ই-সফট এরিনা চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ, ১১ পয়েন্ট করে নিয়ে বুড়িগঙ্গা চেস ক্লাব পঞ্চম ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ষষ্ঠ স্থান অর্জন করে। ১০ পয়েন্ট করে নিয়ে স্পোর্টস বাংলা সপ্তম ও অগ্রনী ব্যাংক, পিএলসি দাবা দল অষ্টম, ৮ পয়েন্ট নিয়ে ঢাকা চেস ক্লাব নবম, ৭ পয়েন্ট করে নিয়ে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ দশম ও শাহিন চেস ক্লাব একাদশ হয়। ৬ পয়েন্ট নিয়ে বসির মেমোরিয়াল চেস ক্লাব দ্বাদশ হয়।

চ্যাম্পিয়ন খেলাঘর দাবা সংঘ ও রানার্স-আপ দীপালী মেমোরিয়াল চেস ক্লাব প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে খেলবে। সর্বনিম্ন পয়েন্ট প্রাপ্ত দু’দল শাহিন চেস ক্লাব ও বসির মেমোরিয়াল চেস ক্লাব দ্বিতীয় বিভাগে অবনমিত হয়। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ১২ টি দল এবারের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করেন।

হাঙ্গেরির বুদাপেস্ট গ্র্যান্ড মাস্টারস দাবা ইভেন্ট সমূহের সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টারস দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় ৩ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টারস দাবা বি-তে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় ৩ পয়েন্ট,  গ্র্যান্ড মাস্টারস দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭ খেলায় ৩ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টারস দাবা এ-তে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ আন্তর্জাতিক মাস্টারস দাবা এ-তে ৭ খেলায় ৩ পয়েন্ট এবং অনুর্ধ্ব-২২৫০ ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন।