মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিং কর্মচারীরা
সংগৃহীত
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং, ডেইলি বেসিক কর্মচারীরা সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেক সময় ১০ মাসেও তাদের বেতন হয় না।
নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটির বিধান থাকলেও তা পাওয়া যায় না বরং কখনো কখনো বিভিন্ন হেনস্তার শিকার হন। এমন মানবেতর জীবনের কথা তুলে ধরে ডিজিটাল দাস প্রথা বাতিলের দাবি জানানো হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন, সাংবাদিক মাসুদ কামাল, আশরাফ কায়সার, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিম।
আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম জীবন।