শেরপুরের মহারশি নদীর বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত

শেরপুরের মহারশি নদীর বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত

সংগৃহীত ছবি

রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে ঢুকছে। এতে নদীপাড়সহ আশপাশের নিম্নাঞ্চলে পানি ব্যাপক হারে বাড়ছে। 

শহর রক্ষা বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজার এখন ডুবার পর্যায়ে। নিম্নাঞ্চলের ঘর-বাড়িতেও পানি ঢুকছে। ফলে বিপাকে পড়েছে বহু মানুষ। হঠাৎ করেই পাহাড়ি ঢলে বিভিন্ন শাক-সবজি ক্ষেত ও ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। আর পানিতে ভেসে গেছে কয়েক’টি মাছের ঘের।

এদিকে, সকাল সাড়ে ৯টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় পরিস্থিতি স্থিতিশীল আছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি খারাপ হতে পারে। রাতভর বৃষ্টির ফলে নালিতাবাড়ী ভোগাই নদীর পানি বিপদসীমার ৫৬ সে.মি ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৫২৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।