ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত
সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ভেলা (কলা গাছের তৈরি) বাইচ অনুষ্ঠিত হয়েছে। ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে শত শত মানুষের ঢল নামে।
শুক্রবার (৪ অক্টোবর ) বিকেলে উপজেলার লোকনাথ গ্রামের যুবসমাজের উদ্যোগে দাদুরিয়াবিলে এ ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা ও ভেলা বাইচ। নদী-নালা, খাল-বিল ভরাটসহ নানা জটিলতায় আগের মতো বাইচ হয় না। অথচ একটা সময় এই ভরা বর্ষায় নৌকা বাইচ ছিল বর্ষার অনুষঙ্গ। তখন নৌকা বাইচের সাথে সাথে কলা গাছের তৈরি ভেলার বাইচও অহরহ চোখে পড়ত।
ভেলা বাইচ দেখতে আসেন বোয়ালমারীর ময়না এলাকার বাসিন্দা রমজান সিকদার। তিনি বলেন, নৌকা বাইচের ঐতিহ্য ছিল আগে। এখন তো সেটা কমে গেছে অনেকাংশে। আর সেখানে তো ভেলা বাইচের কথা ভাবাই যায় না। তাই ভেলা বাইচের কথা শুনে চলে এসেছি। বন্ধুরা মিলে আড্ডা হৈচৈ করে খুব মজায় কেটেছে সময়।
ভেলা বাইচে অংশ নেওয়া রহিম শেখ জানান, এখন আগের মতো বর্ষা হলেও নৌকা বা ভেলা বাইচ তেমন একটা হয় না। ব্যতিক্রমী আয়োজনে বেশ ভালো লেগেছে।
এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য মো. মিলু মোল্লা বলেন, আমাদের গ্রাম-বাংলার হারানো ঐতিহ্য ধরে রাখতে হবে। নৌকা বাইচ করা খরচ বেশি হওয়ার তার পরিবর্তে মানুষদের বিনোদনের জন্য এ ভেলা বাইচের আয়োজন করা হয়। বাইচ প্রতিযোগিতায় ছোট-বড় মিলে মোট ১৬টি ভেলা অংশ নেয়। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।