ভারতে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে মৃত্যু ৫

ভারতে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে মৃত্যু ৫

ছবি:সংগৃহীত

ভারতের চেন্নাইয়ে মেরিনা সৈকতে বিমানবাহিনীর এয়ার শোতে দেখতে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসংখ্য মানুষের ভীড় ও প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে।৯২তম ভারতীয় বিমানবাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার আগেই উৎসাহী পরিবারগুলো মেরিনা সৈকতে জড়ো হয়। 

তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবারের এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও পরে তাদের অনেকেই সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এয়ার শো দেখবেন বলে অনেকেই সপরিবার সৈকতে এসে জড়ো হয়েছিলেন। ফলে, প্রচুর ভীড় হয়েছিল। দাঁড়ানোর জন্য ‘ভালো জায়গা’ পেতে অনেকেই সকাল ৮টা থেকে এসে অপেক্ষা করছিলেন।

তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্যের তাপ বাড়তে শুরু করে। তাতে সৈকতের বালি আরও তপ্ত হয়ে ওঠে। এয়ার শো শুরু হয় বেলা ১১টা থেকে। শেষ হয় দুপুর ১টায়। সব মিলিয়ে এদিন প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়েছিল এয়ার শো দেখার জন্য। তাদের অনেকের মাথায় ছাতা থাকলেও, তাতে প্রখর দাবদাহে ঘণ্টার পর ঘণ্টা সৈকতে দাঁড়িয়ে থাকতে গিয়ে কমপক্ষে ২৩০ জন অজ্ঞান হয়ে যান। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এই এয়ার শোতে বাহিনীটির বিশেষ গারুড় ফোর্সের কমান্ডোরা একটি কাল্পনিক উদ্ধার অভিযানে অংশ নেন এবং জিম্মিদের মুক্ত করার প্রদর্শনী করেন। শোতে ৭২টি বিমান প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল রাফাল, দেশীয়ভাবে নির্মিত অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজাস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ও ঐতিহ্যবাহী বিমান ডাকোটা।

২০২৪ সালের এই বহুল প্রত্যাশিত এয়ার শোটি দেখার জন্য প্রায় ১৫ লাখ মানুষ এদিন সৈকতে সমবেত হয়েছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস।