মহানবী (স.) এর অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
সংগৃহীত
মহানবী (স.) নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ভান্ডারিয়া রিয়াজুল জান্নাত দরবার ভিত্তিক দ্বীনি সংগঠন বাংলাদেশ মুত্তাকিন কমিটি, রাজবাড়ী শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ মুত্তাকিন কমিটির আমির হযরত মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির, নায়েবে আমির হযরত মাওলানা মোস্তফা সিরাজুল কবীর, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, রাজবাড়ী জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ, রাজবাড়ী জেলা সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসী, মাওলানা আবদুল কাদের, উপাধ্যক্ষ, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা, মাওলানা মুফতী আবু সাইদ কাসেমী, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।
বক্তরা বলেন, মহানবী (স.) নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।