শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ছবি : প্রতিনিধি
পাবনা প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় সহ¯্রাধিক সনাতনী হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে নতুন বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পাবনা জেলা সদরের শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপণ পরিষদের সভাপতি রোটারীয়ান প্রভাষ চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব লতিফ গ্রææপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ ও জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
এই সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা জামায়াত ইসলামের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ইসলামী আন্দোলন জেলার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় জৌতি কুন্ডু, হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মলয় দাস রায়, অনুষ্ঠানের সমন্বয়ক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, হিন্দু মহাজোটের সভাপতি আশিষ বসাক, অনুষ্ঠান সঞ্চলকে ছিলেন পৌর পুজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর সরকার জিত ও সংগঠনের সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু প্রমুখ।
সমাবেশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সকল রাজনৈতিক দলের প্রতিনিধ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবর্গ এসময় উপস্থিত ছিলেন। পাবনা জেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এবারের পুজার জন্য এই নতুন বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন বে-সরকারি সমাজ সেবা প্রতিষ্ঠান মর্জিনা লতিফ ট্রাস্ট।