কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে অটোরিকশাসহ ৮ দোকান পুড়ে ছাই

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে অটোরিকশাসহ ৮ দোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত

রাঙামাটি কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে অক্টোরিকশাসহ পুড়ে গেছে ৮টি দোকান। আজ বৃহস্পতিবার ভোরে  কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে এ ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিস বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে একটি দোকান থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পরে সড়কের পাশে রাখা সিএনজিতে (অটোরিকশা) আগুন লেগে যায়। খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। এছাড়াও আসে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস। সবাই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে পুড়ে যায় স্থানীয় ব্যবসায়ীর প্রায় ৮টি দোকান ও এক চালকের অটোরিকশা।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেন রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. মাসুদ। রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রনয় করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। আগুনে দোকান পুড়ে গেলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।