অত্যাধুনিক লিফট ও এস্কেলেটর প্রযুক্তি নিয়ে ঢাকায় প্রদর্শনী চলছে

অত্যাধুনিক লিফট ও এস্কেলেটর প্রযুক্তি নিয়ে ঢাকায় প্রদর্শনী চলছে

ছবি: সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তির লিফট ও এস্কেলেটর নিয়ে ঢাকায় প্রদর্শনী চলছে। কুড়িলের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিন ব্যাপী এই প্রর্দশনী আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে শনিবার পর্যন্ত। 

পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদি  প্রদর্শনী করছে।

আয়োজকরা বলছেন, এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পণ প্রদর্শন  করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে  নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।

গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপ্রো ২০২৪ এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশন্সের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, বিশ্ব এখন প্রযুক্তনির্ভির। জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তির জয়জয়কার। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানের সব লিফট ও এস্কেলেটর।