আকাশ

মুক্ত আকাশ

মুক্ত আকাশ

আজকে আমি হারিয়ে যাবো

নেইতো কোনো মানা 

মন আকাশে উড়বো আমি 

মেলে দু'টি ডানা।

 

আজকে আমি দেখবো আকাশ 

দু'টি নয়ন মেলে 

দেখবো আমি কেমন করে 

শুভ্র মেঘ আকাশেতে খেলে।

 

আজকে আমার নেইতো কোনো

শত নিয়মের বারণ

আজকে আমার হৃদয় মাঝে

শুধু আনন্দেরই কানন।

 

আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে চলছে অনলাইনে ক্লাস-পরীক্ষা

আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে চলছে অনলাইনে ক্লাস-পরীক্ষা

তবিবুর রহমান আকাশ

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে চলছে ক্লাস-পরীক্ষা। করোনাভাইরাসের কারণে কলেজসমূহ বন্ধ থাকায় শিক্ষকরা এ পদ্ধতিতে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন।  ফলে থেমে নেই শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা নিরাপদে বাড়িতে বসে পাচ্ছে সকল সুযোগ সুবিধা।