সূর্য অস্ত যায় না যেসব জায়গায়!

কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়!

কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়!

সূর্য পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্থ যাবে এটাইতো নিয়ম আমরা সবাই জানি। কিন্তু বিশ্বের সব জায়গায় কি এমনই ঘটে? না, শুনতে অবাক লাগলেও বিশ্বের সর্বত্র এমনটা ঘটে না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে দিনে ২০-২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে ৷ এগুলোর মধ্যে এমন জায়গাও আছে, বিশেষ করে গ্রীষ্মকালে যেখানে রাত প্রায় হয় না বললেই চলে।