তিয়ানওয়েন-১

মঙ্গলের মাটি থেকে প্রথম ছবি তুলে পাঠাল‌ চীনের রোভার

মঙ্গলের মাটি থেকে প্রথম ছবি তুলে পাঠাল‌ চীনের রোভার

গত শনিবার গভীর রাতে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করেছিল বেজিংয়ের মঙ্গলযান তিয়ানওয়েন-১-এর জুরং নামের রোভার। লাল গ্রহে তাদের প্রথম অভিযানেই এই সাফল্য নিঃসন্দেহে মহাকাশ অভিযানে বিশ্বের প্রথম সারির দেশগুলির পাশেই বসিয়ে দিয়েছে চীনকে। 

মঙ্গলের মাটি স্পর্শ করল তিয়ানওয়েন-১

মঙ্গলের মাটি স্পর্শ করল তিয়ানওয়েন-১

ইতিহাস গড়ল চীন। শনিবার (১৫ মে) স্থানীয় সময় গভীর রাতে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করল বেজিংয়ের মঙ্গলযান তিয়ানওয়েন-১ এর জুরং নামের রোভার। লাল গ্রহে তাদের প্রথম অভিযানেই এই সাফল্য নিঃসন্দেহে মহাকাশ অভিযানে বিশ্বের প্রথম সারির দেশগুলির পাশেই বসিয়ে দিল চীনকে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকেই মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে এই মহাকাশযান।