আরও ৭ গ্রাম পুনরুদ্ধার করলো আজারবাইজান

আরও ৭ গ্রাম পুনরুদ্ধার করলো আজারবাইজান

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ফাইল ছবি।

‘বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরও সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে।’ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন।

টুইটার বার্তায় আজারবাইজান প্রেসিডেন্ট জানান, আজারবাইজানের সৈন্যরা জিবরাইল কাউন্টির ‘মিরাক’ ও ‘কাওদার’ গ্রাম, ‘জাংগিলান’ কাউন্টির ‘মাশহাদি-ইসমাইলি’ ও ‘শাফি-বিকলি’ গ্রাম এবং ‘কাবাদেলি’ কাউন্টির ‘বাশারাত’, ‘কারাকিশলির’ ও ‘কারাচেনলি’ গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করেছে।

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরনো-কারাবাখ অঞ্চলে অপর আট গ্রাম আর্মেনিয়ারে ‘দখলদারিত্ব’ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।