রাজধানীতে বাসে আগুন, ১০ মামলায় আসামি চার শতাধিক

রাজধানীতে বাসে আগুন, ১০ মামলায় আসামি চার শতাধিক

ফাইল ছবি।

রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১০ টি মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করা হয়েছে।

বাস পোড়ানো মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি বলছে, রাজধানীজুড়ে নাশকতার ঘটনায় ভাড়াটে অপরাধীরা অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চলছে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে বেশিরভাগকে শনাক্ত করেছে।

ডিএমপি মিডিয়া শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, সুপরিকল্পিতভাবে যেহেতু করেছে সেহেতু তাদের দলীয় পরিচয় আছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত যাচাই-বাচাই করছি। এর মধ্যে বেশ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসীও আছে। বিশেষ করে কয়েকজন ককটেলসহ হাতে নাতে ধরা পড়েছে।