ট্রাম্প হারলেন কেন, বললেন ইমরান খান

ট্রাম্প হারলেন কেন, বললেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

কোভিড-১৯ মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই জিতে যেতেন। স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেন। তিনি মনে করেন,সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটি একজন নেতার দেশ শাসনে হুমকি নয়। খবর ডনের

তিনি অনুষ্ঠানটির সঞ্চালক মনসুর আলী খানকে বলেন, সংবাদমাধ্যম (সমালোচনা) নিয়ে আমার কোনো সমস্যা নেই। সংবাদমাধ্যম কেবল একটি অস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। এর একটি ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব সংবাদমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে, তাতে মনে হয়েছিল, তার শোচনীয় পরাজয় হবে। আসলে কিন্তু তা হয়নি। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটা আলাদা।

যুক্তরাষ্ট্রে এখনও ব্যাপক হারে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত। মৃত্যুও বাড়ছে। এদিকে টানা লকডাউনে দেশের অর্থনীতিতেও কঠিন পরিস্থিতি। বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। ইমরান খান এ বিষয় টেনে বলেন, যুক্তরাষ্ট্রে যদি কভিড-১৯ এর কারণে ব্যাপক হারে মৃত্যু ও বেকারত্ব না বাড়ত, তাহলে সংবাদমাধ্যম যা-ই করুক না কেন ডোনাল্ড ট্রাম্পই জিততেন।

তিনি বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এটি কখনও কখনও ‘স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতা’ প্রদর্শন করে না এবং ‘প্রচার ও অপবাদ প্রচারের’ বিশৃঙ্খলা অবলম্বন করে। যা অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য সরকারের প্রচেষ্টাকে আঘাত করতে পারে।