মাস্ক না পরায় চিলির প্রেসিডেন্টকে জরিমানা

মাস্ক না পরায় চিলির প্রেসিডেন্টকে জরিমানা

সেবাস্টিয়ান পিনেরা। ফাইল ছবি।

আইনের চোখে সবাই সমান! বিভিন্ন সময় এই প্রবাদবাক্যটি শোনা গেলেও বাস্তবে এর প্রমাণ পাওয়া যায় খুব কম। তবে সম্প্রতি ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়ার জেরে ৩ হাজার ৫০০ ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।

জানা গেছে, কয়েকদিন আগে চিলির কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। সেখানে ঘুরার সময় তাঁর সঙ্গে সেলফি তোলেন এক মহিলা। ওই মহিলা সেলফিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই দেখা যায় যে চিলির প্রেসিডেন্টের মুখে কোনও মাস্ক নেই। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধান হওয়ার পরেও নিজেই কেন সরকারি নিয়ম ভাঙলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে শুধু সেখানেই শেষ হয়নি। সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।

চিলির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে চিলিতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত সেখানে ৫ লক্ষ ৮১ হাজার ১৩৫ জন এই মহামারীকে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ০৫১ জনের। এর ফলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে জনসমক্ষে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সেই নিয়ম ভাঙে তাহলে জরিমানার পাশাপাশি জেলের পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। আর সেই নিয়ম ভাঙার জেরেই এবার খোদ দেশের প্রেসিডেন্টকেই জরিমানা দিতে হল।