দিদি এতো সবে শুরু, তৃণমূলে শুধু আপনিই থাকবেন: অমিত শাহ

দিদি এতো সবে শুরু, তৃণমূলে শুধু আপনিই থাকবেন: অমিত শাহ

অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ সফরে এসে আক্রমণাত্মক মেজাজে ভারতের কেন্দ্রেী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (১৯ ডিসেম্বর) রাজ্যের মেদিনীপুরের কলেজ মাঠে শুভেন্দু অধিকারী-সহ ৯ বিধায়ক তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দল বদল করেছেন বিভিন্ন দলের আরও বেশ কয়েকজন নেতা। বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি-বৃদ্ধিতে ফুরফুরা মেজাজে অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিষোদগার করে শাহে বলেন, ‘‘এতো সবে শুরু, ভোট আসতে আসতে তৃণমূলে শুধু আপনিই থাকবেন।’’

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ অমিত শাহের। শনিবার শুভেন্দু-সহ একঝাঁক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন রাজ্যের ৯ বর্তমান বিধায়ক, এক সাংসদ, এক প্রাক্তন সাংসদ। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীও বিজেপিতে যোগ দিয়েছেন। শনিবার মেদিনীপুরে বিজেপির সভায় যে ৯ বিধায়ক দল বদল করেছেন তাঁদের মধ্যে ৬ জনই রাজ্যের শাসকদল তৃণমূলের।

তাঁরা হলেন, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, পূর্ব বর্ধমানের সৈকত পাঁজা, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, জলপাইগুড়ির নাগরাকাটার বিধায়ক সুকরা মুন্ডা, বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, তমলুকের বিধায়ক অশোক দিন্দা।

এছাড়াও হলদিয়ার বাম বিধায়ক তাপসী মণ্ডল, গাজোলের দিপালী বিশ্বাস বিজেপিতে যোগ দিয়েছেন। পদ্ম শিবিরে যোগ দিয়েছেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এছাড়াও বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিয়েছেন।

এছাড়াও তৃণমূল ও অন্য দলের বেশ কয়েকজন জেলাস্তরের নেতাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। শাসক-শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে এদিন চনমনে মেজাজে অমিত শাহ। ভোটর মুকে বঙ্গ-সফরে এসে তুলোধনা করলেন তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এদিন অমিত শাহ বলেন, ‘‘এতো সবে শুরু, ভোট আসতে আসতে তৃণমূলে শুধু আপনিই থাকবেন।’’-কোলকাতা২৪