ইবির দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক অলী উল্যাহ

ইবির দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক অলী উল্যাহ

অধ্যাপক ড. অলী উল্যাহ

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলমিক স্টাডিজ বিভাগের সভাপতি দায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক  ড. অলী উল্যাহ। সোমবার বেলা সাড়ে ১১টায় বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগহণ করনে। পূর্বের সভাপতি অধ্যাপক  ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের মেয়াদ শেষ হলে তিনি এ পদে মনোনীত হন। তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. রহিম উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক  ড. মোস্তফা কামাল। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক  ড. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান,  আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক  ড. তোজাম্মেল হোসেন, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাওয়াহ বিভাগের অধ্যাপক  ড. কামরুজ্জামান।

অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক  ড. অলী উল্যাহ বলেন, ‘আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। আমার জায়গা থেকে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এ ক্ষেত্রে আমার সহকর্মী, কর্মকর্তা-কর্মচারীরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। তাদের সবাই সক্রিয় থাকলে আমার এ দায়িত্ব পূর্ণতা পাবে।’