ফের ভেঙে চুরমার হলো ভারতীয় যুদ্ধ বিমান

ফের ভেঙে চুরমার হলো ভারতীয় যুদ্ধ বিমান

ফাইল ছবি।

ফের ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ জঙ্গিবিমান বিমান। বুধবার সকাল ১০টা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি মিগ বিমান ভেঙে পড়ে। তবে দুই পাইলট নিরাপদেই বিমানের বাইরে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা ছে।

গোয়ালিয়রে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার বেসের কাছেই ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুই পাইলটের একজন গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার নিরাপদে প্যারাশ্যুট নিয়ে বিমানের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। বিমানবাহিনরি কর্নেল পদের কোনও অফিসার এই ঘটনার তদন্ত করবেন বলে জানা গেছে।

রাশিয়ায় তৈরি মিগ-২১ বা মিগ-২১ বাইসন সিঙ্গল এঞ্জিন যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২৩০ কিলোমিটার। মিগ-২১ বাইসন নিয়ে পাকিস্তানের জবাব দিতে গিয়ে নিজের বিমানটি খুইয়েছিলেন উইং কম্যান্ডার অভিনন্দন। তিনি পাকিস্তানে গিয়ে বন্দী হন। পরে তাকে মুক্তি দেয় পাকিস্তান।
ভারতীয় বিমানবাহিনীর বিমান প্রায়ই বিধ্বস্ত হচ্ছে।