রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায়  স্কুল শিক্ষার্থী নিহত

ছবি:সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় ওয়াসার পানিবাহী ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবির আহমেদের (১৫) ওয়ারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। স্কুলে বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন আবির।

ওয়ারী থানার উপপরিদর্শক জহির হোসেন জানান, আগামী ৩রা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, তাই স্কুলের বিদায়ী অনুষ্ঠান অংশ নিতে এসেছিল আবির। স্কুলের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওয়াসার পানিবাহী একটি ট্রাক আবিরকে চাপা দেয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে। আবিরের মৃত্যু ঘটনায় স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আবিরের  চাচাতো  ভাই  জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার  বরুরা উপজেলার সোনাইমুরি গ্রামের হানিফ মিয়ার ছেলে বর্তমানে  ৫৩/৪  জয়কালি  মন্দির   কাপ্তান  বাজার এলাকায়। দুই ভাই, দুই বোনের মধ্যে তৃতীয় আবির। এর কিছু দিন আগে তার আরেক ভাই মারা যায়। সেইসঙ্গে আবিরের মাও বেঁচে নেই।