লিভারপুলের কোচ হচ্ছেন স্লট!

লিভারপুলের কোচ হচ্ছেন স্লট!

সংগৃহীত

লিভারপুলের কোচ হিসেবে নিজের যাত্রার একেবারে শেষপ্রান্তে ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন তিনি। ফলে অলরেডদের নতুন কোচ কে হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। বায়ার লেভারকুজেনের জাবি আলোনসোকে কোচ হিসেবে আনতে চেয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে আলোনসো লেভারকুসেন ছাড়ছেন না। এদিকে লিভারপুলের তারকা ফুটবলার ভার্জিল ফন ডাইক একদিন আগে জানিয়েছিলেন আর্নে স্লট হতে পারেন অল রেডদের নতুন কোচ। 

এবার ডাচ কোচ নিজেও শোনালেন লিভারপুলের ডগআউটে আশার কথা। আপতত এ নিয়ে আলোচনা চলছে দুই ক্লাবের মধ্যে, এমনটায় জানায় ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। জানা যায় ডাচ লিগে ফেনুর্ডর সঙ্গে আর্নে স্লটের চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। ফলে এর আগে ডাচ কোচকে উড়িয়ে নিতে হলে রিলিজ ক্লজের পুরো অংক দিতে হবে লিভারপুলকে। যেটা অল রেডদের পক্ষে কঠিন। 

তাই অল রেডরা চাইছে কিছুটা কম অর্থ দিতে। এ কারণে দুই ক্লাব আলোচনা করে অংকটা নির্ধারণ করতে চাচ্ছে। ফেনুর্ড ও লিভারপুলের বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন স্লট নিজেই। ইংলিশ ফুটবলে আসতে তিনিও মরিয়া হয়ে উঠেছেন। ডাচ কোচের বিশ্বাস নতুন মৌসুমে ইয়ুর্গেন ক্লপের শূন্যস্থান পূরণ করবেন তিনি। এ প্রসঙ্গে ইএসপিএন ফুটবলকে স্লট বলেছেন, ‘আমি ওখানে (লিভারপুলে) কাজ করতে পারলে ভালো লাগবে।’

৪৫ বছর বয়সী ডাচ কোচ যোগ করেন, ‘আমি বলতে পারি দুই ক্লাব সমঝোতার চেষ্টা করছে। তাদের মধ্যে একবার বৈঠকও হয়েছে। আমি (সিদ্ধান্তের) অপেক্ষা করছি। আশা করছি ভালোকিছু হবে।’ শুধু স্লট নয়, লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে আছেন হোসে মরিনহোও। তবে পর্তুগিজ কোচের সম্ভাবনা ক্ষীণ।

ক্লপের অধীনে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে লিভারপুল। গত জানুয়ারিতে ক্লাব ছাড়ার অগ্রিম ঘোষণা দেন জার্মান কোচ। ক্লপ জানান, মৌসুম শেষে বিদায় নেবেন তিনি। এরপর ক্লাবের সাবেক ফুটবলার ও বায়ার লেভারকুজেন প্রধান কোচ জাবি আলোনসোর জন্য চেষ্টা করে লিভারপুল। কিন্তু স্প্যানিশ কোচ জানিয়ে দেন, আপাতত দলবদল করবেন না তিনি।