কুয়েত,বাহরাইনেও করোনার হানা

কুয়েত,বাহরাইনেও করোনার হানা

ছবি:সংগৃহীত

ইরানের পর এবার কুয়েত, বাহরাইন, আফগানিস্তানেও করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এ তিনটি দেশ থেকে প্রথমবারের মতো এ ভাইরাসে আক্রান্তের খবর দেয়া হয়েছে। কুয়েতে তিনজন আক্রান্ত হয়েছেন। বাহরাইনে একজন। তবে আফগানিস্তানে কতজন আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করে জানা যায় নি। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওদিকে ইরানের পার্লামেন্টে কোম নগরীর একজন এমপি বলেছেন, ওই শহরে করোনায় মারা গেছেন ৮০ জন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয় নি।

ইরান, কুয়েত, বাহরাইনে করোনা সংক্রমণের ফলে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আর্মেনিয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। চীন বিপ্লবের পরে এবারই প্রথমবারের মতো চীনে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই অধিবেশন বসার কথা মার্চে। রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বলেছে, ন্যাশনাল পিপলস কংগ্রেস অধিবেশনের পরবর্তী একটি তারিখ নির্ধারণ করবে স্ট্যান্ডিং কমিটি।