বন্দীদের মুক্তি না দিলে আফগান সরকারের সাথে আলোচনা নয় : তালেবান

বন্দীদের মুক্তি না দিলে আফগান সরকারের সাথে আলোচনা নয় : তালেবান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বন্দী থাকা পাঁচ হাজার তালেবান সদস্যের মুক্তি দেয়া না হলে আফগান সরকারের সাথে আলোচনায় বসা হবে না। রোববার এসব বন্দীর মুক্তি দিতে অস্বীকৃতি জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। এরপরই এই ঘোষণা দিয়েছে তালেবান।

আফগান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) তালেবানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করে ট্রাম্প প্রশাসন। কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বন্দীদের মুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে।

তবে রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি বলেন, এই ধরনের মুক্তির বিষয়ে সম্মতি দেয়নি সরকার। সাংবাদিকদের তিনি বলেন, ‘পাঁচ হাজার বন্দী মুক্তির প্রতিশ্রুতি দেয়া হয়নি। এটা আফগান জনগণের সঠিক এবং নিজস্ব সিদ্ধান্ত। আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনায় এই এজেন্ডা আসতে পারে তবে পূর্বশর্ত হতে পারে না’। আফগান সরকারের সঙ্গে আগে থেকেই আলোচনায় বসতে অস্বীকার করে আসছে তালেবান। সে কারণে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান আফগানিস্তানের ক্ষমতা থেকে উৎখাত হলেও ২০১৮ সালের মধ্যে দেশটির দুই-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সোমবার তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা কোনো বিদেশী সেনার ওপর হামলা চালাবে না। তিনি বলেন, ‘বন্দী মুক্তির আগে সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসা হবে না। মুজাহিদ বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু আমাদের পাঁচ হাজার বন্দীর মুক্তির অপেক্ষা করছি। পাঁচ হাজার বন্দী মুক্তি না পেলে কোনো আফগান অভ্যন্তরীণ আলোচনা হবে না’। ধারণা করা হয় আফগানিস্তানে প্রায় ১০ হাজার তালেবান সদস্য বন্দী রয়েছে। সূত্র : বিবিসি।