সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট ২ সপ্তাহ স্থগিত

সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট ২ সপ্তাহ স্থগিত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার থেকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় বিষয়টি জানায়, এই আদেশ রোববার বেলা ১১টা থেকে কার্যকর করা হবে ।

দেশটির মন্ত্রণালয় আরো জানায়, এই দু’সপ্তাহের মধ্যে ‘বিশেষ কারণে’ কিছু ফ্লাইটের অনুমতি দেয়া হতে পারে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে।

সৌদি বাসিন্দা যারা এই সময়ের মধ্যে দেশে ফিরতে পারবে না, তাদের জন্য এটি সরকারি ছুটি হিসেবে বিবেচিত হবে। দেশে আগমনকারী সকলের জন্য অনুমোদিত প্রতিরোধমূলক ব্যবস্থা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও আইসোলেশনসহ স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্তা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের শুরুতে গোটা ইউরোপ ইউনিয়ন এবং এশিয়া ও আফ্রিকার আরো ১২টি দেশের ভ্রমণে যাওয়া আসার ফ্রাইট বাতিল করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে তবে একজন আরোগ্য লাভ করেছে বলেও জানা গেছে। এসপিএ