করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে

ছবিঃ সংগ্রহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০ হাজার মানুষ মারা গেছে। এছাড়া দেশটিতে অন্তত সাড়ে সাত লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যে ইতালি রয়েছে তার থেকে আমেরিকায় মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ। গত ২৯ ফেব্রুয়ারি আমেরিকায় করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ৬ এপ্রিলের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ১০ হাজারে। তারপরে মাত্র পাঁচ দিনে সেই সংখ্যা পৌঁছায় ২০ হাজারে। মৃত্যুর সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজারে পৌঁছাতে মাত্র লেগেছে চারদিন।

করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকা এতটাই বিপর্যস্ত যে সেখানে দুই কোটি ২০ লাখ মানুষ বেকার ভাতার জন্য দরখাস্ত করেছে।

এরইমধ্যে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে আমেরিকার মানুষের মধ্যে দারুণভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নিউইয়র্কসহ কোথাও কোথাও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
-পার্সটুডে।