চীনা ল্যাব থেকে ভাইরাসের উৎপত্তি: মাইক পম্পে

চীনা ল্যাব থেকে ভাইরাসের উৎপত্তি: মাইক পম্পে

মাইক পম্পে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মেলালেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তাঁর মতো তিনিও বললেন, চীনের গবেষণাগার থেকে নতুন করোনাভাইরাসটির উৎপত্তি ঘটেছে বলে ব্যাপক প্রমাণ রয়েছে।

পম্পেওর এই মন্তব্য এমন সময়ে করলেন, যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অংশ সতর্কতার সঙ্গে ভাইরাসের লকডাউন তুলতে প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন দেশের সরকার অর্থনীতি পুনরায় চালু করার চেষ্টা করছে।

পম্পেও বলেন, ‘আমি মনে করি, পুরো বিশ্ব বিষয়টা এখন দেখতে পাবে। মনে রাখবেন, বিশ্বকে সংক্রমিত করার এবং নিম্নমানের পরীক্ষাগার চালানোর ইতিহাস চীনের রয়েছে। শুরুতে এ ভাইরাসকে খাটো করে দেখার প্রয়াসটি ছিল কমিউনিস্টদের গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, যা প্রচুর ঝুঁকি তৈরি করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত চতুর। আমরা এর জন্য দায়ী ব্যক্তিদের দায়বদ্ধ করে রাখব।’