পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক

পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রনি বর্মণ (২৩) নামে এক প্রতিবন্ধী যুবক পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতরে আটকা পড়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেমাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। রনি বর্মন একই এলাকার চৈতন্য বর্মনের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যুবককে উদ্ধারে কাজ করছেন।

স্থানীয়রা জানান, বিএমডিএর গভীর নলকূপটির পানির স্তর নিচে নেমে যাওয়ায়, নতুন করে আরেকটি গভীর নলকূপ কিছুদিন আগে বসানো হয়। ফলে আগেরটি পরিত্যক্ত হয়ে পড়েছিলো। প্রতিদিনের মতো খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েন রনি।

খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাদের সঙ্গে যোগ দেয় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। দুপুর তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা রনি নামে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে পাইপের ভেতরে বাইরে থেকে বাতাস দেওয়ার চেষ্টা করছেন।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, গভীর নলকূপের পাইপে পড়ে এক যুবক আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার কাজ করছেন।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান জানান, রনি বর্মন নামের প্রতিবন্ধী ওই যুবক ওই এলাকায় ঘুরাঘুরি করতেন। আজ পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের কাছে গেলে তিনি পড়ে যান। এ সময় মাঠের কয়েকজন কৃষক ওই নলকূপের কাছে পানি খাওয়ার জন্য এসেছিলো, তারা ছেলেটির কান্নার আওয়াজ শুনে সবাইকে জানান। খবর পেয়ে সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখনও ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।