করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৩ লাখ ২০হাজার

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৩ লাখ ২০হাজার

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। থমকে আছে গোটা বিশ্ব । যত দিন যাচ্ছে তথই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। করোনাভাইরাসে মঙ্গলবার  সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ১৩০ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯০ হাজার ৮৬৩ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৩৯২ জন। যা মোট আক্রান্তের প্রায় ৮৬ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ লাখ ৬৩ হাজার ৩৪১ জন চিকিৎসা নিচ্ছেন যার মধ্যে বর্তমানে ৪৪ হাজার ৭৬৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন।