ভারতে ৩ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে ৩ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ছবিঃ সংগ্রহীত

ভারতের কেন্দ্রীয় সরকার 'আনলক-১' পরিকল্পনা ঘোষণার পর থেকে দেশটিতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। দেশে মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার রাতে তিন লাখ ছাড়িয়ে গেল। এ দিন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৭৫ জন বৃদ্ধি পেয়েছে। ফলে রাতের মধ্যে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৮৬ জনের। এ দিন সকাল পর্যন্ত করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছিল ৪৯.৪৯ শতাংশ।

ভারতের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে। এই রাজ্যেই মোট ১ লাখ ১ হাজার ১৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। আক্রান্তের সংখ্য়ার নিরিখে রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে দিল্লিতে। দেশের রাজধানীতে এখনও পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

আগামী ২-৩ মাসে ভারতে সংক্রমণ শিখরে পৌঁছতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারই ইঙ্গিত যেন এখন থেকেই পাওয়া যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ১৬ ও ১৭ জুন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ১৭ তারিখের বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। এ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে বিধিনিষেধ আরও কঠোর করার জন্য রাজ্যগুলোর কাছে বার্তা পাঠিয়েছে ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়ার্ল্ড মিটারস-এর পরিসংখ্যান অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত মোট ৭৭ লাখ ১২ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বাধিক করোনা আক্রান্ত রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের স্থান চতুর্থ। প্রথমে আছে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১৫ হাজার ৩০০ জন। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্ত ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। রাশিয়াতে এখন  

পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। পঞ্চম স্থানে থাকা ব্রিটেনে এখনও পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্র : এই সময়