নতুন নেতৃত্বে কুবি রোভার স্কাউট গ্রুপ

নতুন নেতৃত্বে কুবি রোভার স্কাউট গ্রুপ

ফাইল ফটো

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ ২০২০-২১ সালের নতুন ইউনিট ঘোষণা করা হয়েছে। ১৮'ই জুন (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে Comilla University rover scout unit নামক অফিসিয়াল পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সিনিয়র রোভার মেট হিসেবে খোরশেদ আলম, রোভার মেট হিসেবে আব্দুর রহমান, রাশেদুল আমিন, মুশফিকুর রহমান, রাজীবুল ইসলাম এবং সহকারী রোভার মেট হিসেবে মাহমুদুল হাসান, মাহিন উদ্দিন, মো, জাহিদুল ইসলাম, মোতাছিল বিল্লাহ রিফাতকে মনোনীত করা হয়েছে।

গার্লস ইন রোভার ইউনিট কাউন্সিলের সিনিয়র রোভার মেট হিসেবে রায়হানা আনজুম মীম, রোভার মেট হিসেবে হোমায়রা তানিয়া মিলি, আসমা আক্তার মুক্তা, সুমাইয়া তাবাসসুম, তামান্না জামান এবং সহকারী রোভার মেট হিসেবে রোকেয়া আক্তার, জাকিয়া সুলতানা বিথী, মাহবুবা মাহা, রাত্রি সাহা, মৃধুলা আক্তার রুপা কে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, এই ইউনিট আগামী ১ বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে।