বন্যায় ৪০ লক্ষাধিক মানুষ ঝুঁকিতে : রেড ক্রস

বন্যায় ৪০ লক্ষাধিক মানুষ ঝুঁকিতে : রেড ক্রস

সংগৃহীত ছবি

 

  

 

 

দেশের অধিকাংশ নদ-নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাটিতে পদ্মা ও যমুনার পানি বৃদ্ধির ফলে নতুন করে রাজবাড়ী ও মানিকগঞ্জে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত জেলাগুলোতে বাস্তুচ্যুত মানুষ এখনো ঘরে ফিরতে না পারায় সংকট বাড়ছে।

এদিকে গতকাল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কয়েকদিনের ব্যাপক বৃষ্টিতে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৪০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা ও পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও ভূমিধসের কারণে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক লাখ মানুষ বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে। ৬৬ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

বিস্তীর্ণ কৃষি অঞ্চলে বন্যায় খাদ্যশস্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। এতে খাদ্য সংকটের হুমকি তৈরি হয়েছে। এর ফলে শিশু, প্রসূূতি, গর্ভবতী ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে আইএফআরসি।