শিক্ষার্থীদের মালামাল ফেলে দেয়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মানববন্ধন

শিক্ষার্থীদের মালামাল ফেলে দেয়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মানববন্ধন

ছবি:সংগৃহীত

বাড়িওয়ালা কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষা সনদ ও মালামাল ফেলে দেওয়ার প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ও করোনা মহামারীর সময় শিক্ষার্থীদের প্রতি সরকার ও সংশ্লিষ্ট সকলকে মানবিক আচরণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ মানববন্ধন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, এবং বিভিন্ন হল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর বাড়িওয়ালারা যে মানসিক চাপ সৃষ্টি করছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রতিকার চাই। আমরা দেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার জানাচ্ছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ও অতীতেও সক্রিয় ও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।