আইএইএ প্রধান ইউকিয়া আমানো আর নেই

আইএইএ প্রধান ইউকিয়া আমানো আর নেই

ছবি সংগৃহিত।

 

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আইএইএ'র সচিবালয় এক নোটের মাধ্যমে সদস্য দেশগুলোকে আমানোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

জাপানি নাগরিক ইউকিয়া আমানো ২০০৯ সাল থেকে আইএইএ'র মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী ২০২১ সাল পর্যন্ত তার এই দায়িত্বে থাকার কথা ছিল।

তবে গত সপ্তাহে আইএইএ'র পক্ষ থেকে বলা হয়েছিল, আমানোর স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, এ কারণে তিনি বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব হস্তান্তর করতে পারেন। এরপর থেকেই আইএইএ'র নতুন মহাপরিচালক নির্বাচনের জন্য তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে। 

আইএইএ-তে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাফায়েল গ্রোসি সংস্থার প্রধান হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এছাড়া আইএইএ'র প্রধান সমন্বয়ক রোমানিয়ার নাগরিক করোনেল ফেরুটাও এই পদের জন্য লড়াই করতে চান বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরান সব প্রতিশ্রুতি মেনে চলছে বলে ইউকিয়া আমানোর সব প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে।