শিক্ষার্থী হত্যা মামলায় জেলহাজতে থাকা ইবির সেই কর্মচারী সাময়িক বরখাস্ত

শিক্ষার্থী হত্যা মামলায় জেলহাজতে থাকা ইবির সেই  কর্মচারী সাময়িক বরখাস্ত

নিজস্বপ্রতিনিধি

ইবি প্রতিনিধি 

হত্যা মামলায় জেলহাজতে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান ইলিয়াস জোয়ার্দারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সােমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানাে হয়।

অফিস আদেশে বলা হয়, 'বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃখলা বিধির ১৫-এ ধারা মােতাবেক

তাকে নেটওয়ার্ক টেকনিশিয়ান পদ থেকে ৬ জুলাই হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলাে। বরখাস্তকালীন তিনি বিধি মােতাবেক জীবনধারণ ভাতা পাবেন।'

এর আগে কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হত্যা মামলায় গত ৬ জুলাই

ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠায় আদালত। তার মামলা নম্বর ৩৫। মামলায় পাঁচ নম্বর আসামী

ছিলেন তিনি।

একই মামলায় জেলহাজতে আছেন বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আব্দুর রাজ্জাক। মামলার দুই নম্বর আসামী তিনি। তবে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের জন্য কোনাে বিধিমালা না থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।