যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর হত্যা মামলার আসামীদের কারাগারে প্রেরণ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর হত্যা মামলার আসামীদের কারাগারে প্রেরণ

ফাইল ফটো

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যা মামলার ৫ আসামীর মধ্যে ২ আসামীর তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় আজ যশোর সদর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদেরকে নিয়ে আসা হয়।

গত বৃহস্পতিবার শিশু উন্নয়ন কেন্দ্রে হতাহতের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় প্রতিষ্ঠানটির ৫ কর্মকর্তা যথাক্রমে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান,কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীর চর্চা শিক্ষক শাহানুর আলম তাদেরকে পুলিশ গ্রেফতার করে ১৫ আগষ্ট আদালতে প্রেরন করে।

আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ঐদিন শুনানি শেষে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, শরীর চর্চা শিক্ষক শাহানুর আলমকে ৫ দিন করে এবং সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান,কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান,কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে আদালতে আনা হলে বিচারক সাইফুদ্দিন হুসাইন তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী পক্ষের কেউ জামিন আবেদন করেনি।

উল্লেখ্য  গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ মারামারির ঘটনায় ৩ কিশোর নিহত ও ১৪ জন আহত হয়।