সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ

সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ

এসপি এ বি এম মাসুদ হোসেন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে আসামি করতে মামলার বাদি সিনহার বোনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে, কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক তামান্না ফারাহ আবেদনটি খারিজ করে দেন। আদালত বলেছে, বিচারাধীন মামলায় কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

এর আগে, বেলা ১২টার দিকে আদালতে আবেদনটি করেন সিনহার বোন শাহরিয়ার শারমিন ফোরদৌস। তিনি অভিযোগ করেন, সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপারের সঙ্গে আসামিদের যোগাযোগ হয়েছে। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা করছেন এসপি মাসুদ। তাই তাকে মামলার আসামি করা জরুরি জানিয়ে আদালতে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন পুলিশ সদস্য ও পুলিশের মামলার তিন সাক্ষীসহ মোট ১৩ আসামি এ মামলায় আটক রয়েছে।