বদির আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার শুরু

বদির আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার শুরু

আবদুর রহমান বদি। ফাইল ছবি।

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) 
মামলা দায়ের কারে। এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ মামলার চার্জ গঠনের আদেশ দেন। 

আবদুর রহমান বদির আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছিল। আজ আদালত চার্জ গঠনের আদেশ দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।