কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। এডিস মশার প্রজননের মূল মৌসুম হওয়ায় মানুষের আতঙ্কও বাড়ছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলা একটি শিল্প অধ্যুষিত এলাকা। বেশিরভাগ এসব শিল্প কারখানা পৌরসভার ভেতরে গড়ে উঠেছে। এখানে লাখ লাখ শ্রমিকের বসবাস। কালিয়াকৈর নয়টি ওয়ার্ড নিয়ে একটি পৌরসভা গঠিত। বৈষম্য আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মেয়রের পদে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দায়িত্ব বুঝিয়ে পাওয়ার পর থেকেই পৌরসভা মশা নিধন ও নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। যার ফলে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরসভার অনেক এলাকার বাসিন্দারা। অনেকের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কা কাজ করছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন ৩জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন -১৩জন। এসব বেশিরভাগ রোগী পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সবাইকে সচেতনতা হতে হবে। বাড়ির ছাদে বা কোথাও কোন জায়গায় পানি থাকলে তা পরিষ্কার করে রাখতে হবে। রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত কাউসার আহাম্মেদ জানান, ইতিমধ্যে মশা নিধনের জন্য মেডিসিন আনা হয়েছে। প্রতিটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে মশা নিধনে ওষুধ প্রয়োগ করা হচ্ছে।