৪২ বছরের নিয়ম ভেঙে অ্যাশেজের সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় আগামী অ্যাশেজ শুরু হবে ২০২৫ সালের নভেম্বরে। সেই অ্যাশেজে ৪২ বছরের প্রধা পরিবর্তন করে সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগত ৪২ বছর ধরে অ্যাশেজের প্রথম টেস্ট হতো ব্রিসবেনে। তবে এবার সেই প্রথা ভেঙে অ্যাশেজের প্রথম টেস্ট হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে।
এছাড়াও আরও কিছু চলে আসা প্রথার পরিবর্তন ঘটতে যাচ্ছে আসছে অ্যাশেজ সিরিজে। এতদিন দিন-রাতের টেস্ট বা গোলাপি বলের টেস্ট আয়োজন করত অ্যাডিলেড। এবার এই আয়োজন করবে ব্রিসবেন। বড় দিনের আগেই এই টেস্ট হবে।
আগামী বছরের ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ অ্যাশেজ। ব্রিসবেনে পরের ম্যাচ শুরু হবে ডিসেম্বরের ৪ তারিখে। এটি হবে দিবা-রাত্রির ম্যাচ। তৃতীয় ম্যাচটি অ্যাডিলেডে, চতুর্থ ম্যাচ মেলবোর্নে ও পঞ্চম ও শেষ ম্যাচটি হবে সিডনিতে।
২০২৫-২৬ অ্যাশেজের সময়সূচি
প্রথম টেস্ট, পার্থ: ২১-২৫ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় টেস্ট, ব্রিসবেন (দিন/রাত্রি): ৪-৮ ডিসেম্বর
তৃতীয় টেস্ট, অ্যাডিলেড: ১৭-২১ ডিসেম্বর
চতুর্থ টেস্ট, মেলবোর্ন: ২৬-৩০ ডিসেম্বর
পঞ্চম টেস্ট, সিডনি: জানুয়ারি ৪-৮ জানুয়ারি, ২০২৬