বাফুফে নির্বাচন: বৈধ মনোনীত প্রার্থী ৫০ জন
ছবি: সংগৃহীত
আসন্ন বাফুফে নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমাদানকারীদের মধ্যে ৫০ জন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে ৬ জন ও সদস্যপদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমানের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। সিনিয়র সহ-সভাপতি পদে তরফদার রুহুল আমিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের ইমরুল হাসান।
সভাপতি পদে দাঁড়ানোর জন্য চারজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তবে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান আসেননি। পক্ষ থেকে কোনো প্রতিনিধিও মনোনয়নপত্র জমা দিতে বাফুফে ভবনে যাননি।ব্রাহ্মণবাড়িয়ার শাহাদাত হোসেন জুবায়ের নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। তিনি অবশ্য সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়েছেন।
সহ-সভাপতি পদে রয়েছেন দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও সৈয়দ রুম্মান বিন সাব্বির। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সদস্য পদে প্রার্থী হয়েছেন।
আগামী ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ১৩৩ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।