ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের সৈনিকদের উপর হামলার বিচার ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনার সংলগ্ন বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক মেহেরব সিফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ সরকারি বাহিনী ব্যবহার করে হাজারেরও বেশি মানুষের হত্যা করেছে, এবং এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ ও যুবলীগের ইন্ধন রয়েছে। তিনি আরও দাবি করেন, ছাত্রলীগের আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তার মতে, এমন একটি সংগঠনকে আইন করে নিষিদ্ধ করা প্রয়োজন এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম অভিযোগ করেন, গত মধ্য জুলাই থেকে চলমান গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির সহযোগীরা আবারও তাদের ফ্যাসিস্ট স্লোগান দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। সরকারকে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাহলে গণঅভ্যুত্থান ব্যাহত হবে। সিয়াম উল্লেখ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই, কারণ তারা গণহত্যায় জড়িত।