দীর্ঘ ৫বছর পর দ্বিপাক্ষিক আলোচনায় ভারত-চীন

দীর্ঘ ৫বছর পর দ্বিপাক্ষিক আলোচনায় ভারত-চীন

ছবিঃ সংগৃহীত।

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি ‍জিনপিং। বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে বৈঠক করবেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত বিরোধ কমাতে ভারত ও চীন উভয়ই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকের মধ্য দিয়ে এই দুই নেতার মধ্যে পাঁচ বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক মিথস্ক্রিয়া ঘটতে যাচ্ছে।

এর আগে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর পুনরায় নিয়মিত টহল শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায় এই দুই দেশ।

একই বিষয়ে মঙ্গলবার জারি করা একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, আগামীকাল ব্রিকস সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করে জানাননি তিনি।

শেষবার ২০১৯ সালে তামিলনাড়ুর মহাবালিপুরমে শির সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। এর পরই ২০২০ সালের জুনে গালওয়ানে সামরিক সংঘর্ষে একাধিক হতাহতের ঘটনা ঘটে।