পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা হ্যারিস
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্প তাকে বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফিরে আসতে যাচ্ছেন।
বিবিসি সূত্রে জানা গেছে, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেছেন এবং ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৯২টি ভোট, আর কমলার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০টি ভোট প্রয়োজন।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ও কমলা একে অপরকে নানা ধরণের আক্রমণ করেছিলেন। কমলা হ্যারিস ট্রাম্পকে সরাসরি 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়েছিলেন, অন্যদিকে ট্রাম্প কমলার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত আমেরিকান ভোটাররা ট্রাম্পকে হোয়াইট হাউজে ফেরার পক্ষে রায় দিয়েছেন।